• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

‘বিনয় উন্নতির পথে প্রধান সোপান’

‘বিনয় উন্নতির পথে প্রধান সোপান’

প্রতিকী ছবি

উক্তি ডেস্ক

ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী (রা.) বলেছেন, বিনয় হচ্ছে জ্ঞানের ফলশ্রুতি। অন্যদিকে বিখ্যাত ফার্সি ভাষার কবি শেখ সাদি বলেছেন- ‘বিনয় উন্নতির পথে প্রধান সোপান’।

হযরত আলীর (রা.) কথাটি যেমন শতভাগ সঠিক। তেমনি শেখ সাদির উক্তিটিও যথার্থ। মনীষীরা বলছেন, জ্ঞান মানুষের মাঝে মানবিক গুণাবলী জাগ্রত করে। জ্ঞানী ব্যক্তি একজন মূর্খের থেকে আলাদা। জ্ঞানীর আচরণেই ফুটে ওঠে তার মননের চিত্র।

পৃথিবীর সকল জ্ঞানী ব্যক্তিই ছিলেন বিনয়ী। বিভিন্ন ধর্মগ্রন্থেও মানুষকে বিনয়ী হওয়ার আহ্বান জানানো হয়েছে। একজন মানুষ যখন বিনয়ী হয়, তখন সৃষ্টিকর্তাও তার প্রতি সদয় হন।

বিনয়ী মানুষ নম্রতা, পরমতসহিষ্ণুতা ও ধৈর্যশীল হয়ে থাকে। এসব গুণের অধিকারী ব্যক্তি জীবন চলার পথে নানা পরীক্ষার সম্মুখিন হলেও এক সময় ঠিকই উন্নতির শীর্ষে আসীন হন।

উপরোক্ত উক্তির তাৎপর্য সহজ ভাষায় বলতে গেলে, একজন বিনয়ী মানুষ তার কর্মের প্রতি যত্নবান হয়। নিজ কর্মযজ্ঞ ছাড়া তিনি অন্যকিছুতে অযাচিত হস্তক্ষেপ করেন না। বিনয়ী মানুষ ধৈর্য্যশীল হওয়ার তারা সকল কাজেই সফল হন।

২৫ মে ২০২২, ১২:১৫পিএম, ঢাকা-বাংলাদেশ।