• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

‘পরের অস্ত্র কাড়িয়া লইলে নিজের অস্ত্র নির্ভয়ে উচ্ছৃঙ্খল হইয়া উঠে’

‘পরের অস্ত্র কাড়িয়া লইলে নিজের অস্ত্র নির্ভয়ে উচ্ছৃঙ্খল হইয়া উঠে’

প্রতিকী ছবি

উক্তি ডেস্ক

সবল সবসময় দুর্বলেরে দমিয়ে রাখার চেষ্টা করে। এটাই যেন কর্তৃত্বের বহিঃপ্রকাশ। প্রাণীকুলের এক সহজাত বৈশিষ্ট হলো কর্তৃত্ব বিস্তার করা। অবশ্য পৃথিবীতে টিকে থাকতে হলে মাঝে মাঝে কর্তৃত্ব বা শক্তির স্থিতি দরকারও। কিন্তু এর ব্যতিক্রমও রয়েছে।

মানুষ সবলের সামনে সবল হয়ে টিকতে চায় না। দুর্বলের প্রতি সবলের ক্ষমতা দেখানোর সাদাসিধে প্রচলন চিরচেনা। সৃষ্টির কোনো একটি আরেকটির চেয়ে দুর্বল, এটি সৃষ্টির সৌন্দর্য্য। মানবিক ও স্নেহের শাসন ক্ষণস্থায়ী হলেও তার ফল সুদূরপ্রসারী।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন- ‘পরের অস্ত্র কাড়িয়া লইলে নিজের অস্ত্র নির্ভয়ে উচ্ছৃঙ্খল হইয়া উঠে’।

মূলত এই উক্তিটির মাধ্যমে কবিগুরু বুঝাতে চেয়েছেন, দুর্বলকে আরও দুর্বল করার স্বাদ হয়তো অন্যরকম। কারণ, সবলকে ইট মারলে পাটকেলটি খেতে হয়। কিন্তু দুর্বলকে আঘাত করলে তা ফেরত আসে না।

নোবেলজয়ী বাঙালি এই কবির সঙ্গে মত মিলিয়েছেন বহু মনীষী। অধিকাংশই মনে করেন, যখন কোনো সামর্থবান ব্যক্তিকে দুর্বল করা যায়, তখন তার ওপর আঘাত করা যায় নির্বিঘ্নে। কারণ তখন আর পাল্টা আঘাতের ভয় থাকে না। বিশ্বকবিও হয়তো সেটিই বুঝাতে চেয়েছেন।

২৫ মে ২০২২, ১১:০৮এএম, ঢাকা-বাংলাদেশ।