• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

‘বিশ্বাসই জীবনের গতি’

‘বিশ্বাসই জীবনের গতি’

প্রতিকী ছবি

উক্তি ডেস্ক

আদর্শ মানুষের মানবিক গুণাবলীর মধ্যে ‘বিশ্বস্ততা’ অন্যতম। বিশ্বাসী মানুষই বিশ্বস্ত হয়ে ওঠে। বিশ্বাস সফলতার শিকড়। প্রবাদ আছে ‘বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদুর’। আপনার মাঝে কি কি যোগ্যতা রয়েছে, আপনি কতটুকু সক্ষম, তা আপনার বিশ্বাসের জোরেই প্রভাবিত হয়।

জীবনের প্রতিটি পদক্ষেপে ইতিবাচক থাকা খুবই জরুরি। আর ইতিবাচক থাকতে হলে আপনাকে বিশ্বাসী হতেই হবে। আপনি কি পারেন, আপনি কেন পারবেন, কেমন করে পারবেন, সে বিষয়ে আপনার দৃঢ় বিশ্বাস থাকতে হবেই।

আর এ কারণেই হয়তো বিখ্যাত রুশ দার্শনিক, গবেষক, সাহিত্যিক, চিন্তক, সংস্কারক লেভ তলস্তয় বলেছেন- ‘বিশ্বাসই জীবনের গতি।’

খ্যাতিমানা বলছেন, যাদের বিশ্বাস যত দুর্বল, নিজ জীবনে তারা ততটাই ব্যর্থ। বিশ্বাসী মানুষের নাকি হারানোর কিছু থাকে না। সৃষ্টির কারিগর হতে হলে আপনাকে বিশ্বাস করতে হবে যে, আপনি সেটি সৃষ্টি করতে পারবেন। দৃঢ়তা নির্ভর ধারণা ও বিশ্বাসের আপেক্ষিক মনঃশক্তি আপনাকে সফলতার পথে নিয়ে যাবে।

২৪ মে ২০২২, ০৬:৫৭পিএম, ঢাকা-বাংলাদেশ।