• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

‘কল্পনা শক্তিই আমাদের অমর করে রাখে’

‘কল্পনা শক্তিই আমাদের অমর করে রাখে’

প্রতিকী ছবি

উক্তি ডেস্ক

কল্পনা শক্তি একটি আপেক্ষিক শক্তি। এই শক্তির বহিঃপ্রকাশ মনোরম। মানুষের মাঝেই কেবল এই শক্তির প্রকাশ ঘটে। বিশ্বের যা কিছু আবিষ্কার, যা কিছু সৃষ্টি, যা কিছু সৃজনশীল, তার সবটুকুই কল্পনা শক্তির দ্বারা অঙ্কিত।

একজন মানুষ তার অবচেতন মনে সবচেয়ে সুন্দর সৃষ্টির দিকে ধাবিত হয়। আপনি যখন কোনো কিছু নিয়ে নিবীড় মনোনিবেশের মাধ্যমে ভাববেন, সেই ভাবনার নামই কল্পনা। আধুনিক বিজ্ঞান এই শক্তির নাম দিয়েছে ফিকশন বা ইমাজিনেশন।

বিখ্যাত মার্কিন গবেষক, লেখক, সাহিত্যিক ও দার্শনিক জন ম্যুর বলেছেন- ‘কল্পনা শক্তিই আমাদের অমর করে রাখে’। জন ম্যুরের এই কথার গভিরতা ব্যাপক। বিখ্যাত ও খাতিমান ব্যক্তিরা মূলত খ্যাতি অর্জন করেছে তাদের সৃষ্টিশীল কাজের মাধ্যমে।

প্রকৃত পক্ষে মানুষ তার কর্মের মাঝে যুগ যুগ বেঁচে থাকে। দর্শনের ভাষায়, সৃষ্টিশীল কর্মের মাঝেই মানুষের আজন্ম বেঁচে থাকা। আর সেই সৃষ্টিশীল কাজের প্রধান রসদই হলো ‘কল্পনাশক্তি’। যার কল্পনাশক্তি যত প্রখর, তার সৃষ্টিকর্ম তত উন্নত।

২৩ মে ২০২২, ০৮:৪১পিএম, ঢাকা-বাংলাদেশ।