• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

‘গৌরব অর্জনের পথ কখনো কুসুমাস্তীর্ণ হয় না’

‘গৌরব অর্জনের পথ কখনো কুসুমাস্তীর্ণ হয় না’

প্রতিকী ছবি

উক্তি ডেস্ক

বিখ্যাত হওয়ার জন্য আপনার সৃষ্টি হতে হবে সার্বজনীন সুন্দর। উত্তম কর্মের মাধ্যমে মানুষ হাজার বছর ধরে মানুষের হৃদয় জুড়ে টিকে থাকে। মানুষের চিরবিদায় হয়, কিন্তু তার উন্নত কর্মের বিদায় নেই। উন্নত, মানবিক ও সৃষ্টিশীল কর্মের দ্বারা মানুষ গৌরব অর্জন করে। এই অর্জনের পেছনে একজন মানুষকে বহু কণ্টকাকীর্ণ পথ পাড়ি দিতে হয়।

সফেদ, প্রশস্ত ও মসৃণ পথ পাড়ি দিয়ে কখনোই বিশেষ কোনো অর্জনের ভাগীদার হওয়া যায় না। বিশ্বের যা কিছু উন্নত, যা কিছু কল্যাণকর এবং বিশ্বের যা কিছু মহামূল্যবান, এর সব কিছু কঠিন চাপ ও তাপের মধ্য দিয়ে পরিণতি লাভ করে। মূল্যবান হীরক খন্ড কিংবা স্বর্ণ, এগুলো তখনই দামি হয়ে ওঠে, যখন এগুলো তাপ ও চাপের মধ্য দিয়ে খাঁটি স্বর্ণ ও হীরকে পরিণত হয়।

ঝঁঞ্ঝাটমুক্ত সাদাসিদে কর্মের মাধ্যমে গৌরবের আশা করা আলসেমী ছাড়া আর কিছুই নয়। বিখ্যাত ফরাসি দার্শনিক, কবি, সাহিত্যিক ও সংস্কারক জ্যঁ দো লা ফঁতেইন বলেছেন- ‘গৌরব অর্জনের পথ কখনো কুসুমাস্তীর্ণ হয় না’। বিখ্যাত এই দার্শনিকের আলোচিত এই উক্তির যথার্থতা যেন সর্বজনীন। যুগে যুগে সময় পেরিয়েছে ঠিক, কিন্তু এই উক্তির যথার্থতা যেন সব সময়ই সমকালীন।

২১ মে ২০২২, ০৭:০১পিএম, ঢাকা-বাংলাদেশ।