• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘সাহস কথাটা কত ছোট, কিন্তু কত দুর্লভ’

‘সাহস কথাটা কত ছোট, কিন্তু কত দুর্লভ’

প্রতিকী ছবি

উক্তি ডেস্ক

অনন্য গুণাবলী কিংবা বিশেষ কোনো কিছু বরাবরই দুর্লভ। যা সচরাচর পাওয়া যায় না বা দেখা যায় না। মানুষ ভেদে গুণাবলীও আলাদা। মানুষের মধ্যে কেউ ভীতু আবার কেউ সাহসী। সাহস ও ভয় বিপরীত বিষয়। সাহস যেখানে শক্তিশালী, ভয় সেখানে দুর্বল। কিন্তু বিখ্যাত বাঙালি সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেছেন ভিন্ন কথা।

গল্পগ্রন্থ ‘জলতরঙ্গ’ ও ‘ঘুণ পোকা’ উপন্যাসের জনক শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলে গেছেন-‘ সাহস কথাটা কত ছোট, কিন্তু কত দুর্লভ’।

গুণী এই ব্যক্তি মূলত বুঝাতে চেয়েছেন, সাহস পরম একটি মানবীয় গুণ। এটি একজন মানুষকে বিশেষ রূপে রূপায়িত করে। কিন্তু এই ‘সাহস’ সবার মাঝে থাকেনা। বরং এটি দুর্লভ একটি গুণ।

একজন নিরেট মানুষ বরাবরই সাহসী হয়ে থাকেন। গুণীজনরা বলেছেন, সাহসিকতা সবার থাকেনা, এটি মানুষের সহজাত একটি গুণাবলী। তবে শীর্ষেন্দু মুখোপাধ্যায় ইঙ্গিত করেছেন অন্য কোনো বিষয়ে। তিনি হয়তো বুঝাতে চেয়েছেন, ‘সাহস’ মানুষের সহজাত গুণাবলী হলেও এটি এখন দুর্লভ প্রায়। মানুষ নানা কারণে এখন নিজেকে গুটি নিয়ে বাঁচতে চায়। যে কারণে সাহস ও সাহসিকতার গল্পগুলো এখন অদেখা প্রায়।

১৭ মে ২০২২, ০৭:২২পিএম, ঢাকা-বাংলাদেশ।