• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

‘ভয় কি জিনিস তা না জানার নামই সাহস’

‘ভয় কি জিনিস তা না জানার নামই সাহস’

প্রতিকী ছবি

উক্তি ডেস্ক

মানবিক গুণাবলীর মধ্যে সাহস একটি। এই গুণ মানুষ ভেদে ভিন্ন ভিন্ন হয়। সাহস ও ভয় বিপরীত দুটি গুণাবলী। সাহস যেখানে শক্তিশালী, ভয় সেখানে দুর্বল। ভয় মানুষকে আড়ষ্ঠ করে, আবদ্ধ রাখে। কিন্তু সাহস মানুষকে উদ্ভাবনের শক্তি যোগায়। নতুন করে নতুন সৃষ্টির নামই নাকি সাহস।

বিখ্যাত মনীষীরা সাহসিকতা ও সাহসি বীরদের ভিন্ন চোখে দেখতেন। বিশেষ করে প্রাচীন গ্রীক সভ্যতায় সাহসি বীরদের জন্য ছিল বিশেষ খেলার প্রচলন। প্রাণঘাতী সেসব খেলায় সাহসিরা অংশ নিতেন।

দেশে দেশে যুদ্ধ কিংবা রাষ্ট্র পরিচালনায়ও সাহসিরা যুগে যুগে সফল হয়েছেন। দার্শনিকরাও তেমনটিই বলে গেছেন। যেমন, গ্রীক দার্শনিক প্লেটো বলেছেন, ‘ভয় কাকে বলে তা না জানার নামই সাহস’।

বিখ্যাত দার্শনিক এরিস্টটলের শিক্ষক প্লেটো পশ্চিমা দর্শনের ভিত রচনা করে গেছেন বলে খ্যাতি আছে। তিনি পশ্চিমা বিশ্বে প্রথম বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, যার নাম ছিল ‘আকাদেমি’।

১৪ মে ২০২২, ০৬:০৫পিএম, ঢাকা-বাংলাদেশ।