• ঢাকা, বাংলাদেশ
  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

অবসরের প্রশ্নে এবার যা বললেন শোয়েব মালিক

অবসরের প্রশ্নে এবার যা বললেন শোয়েব মালিক

ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক

বর্তমানে পাকিস্তান ক্রিকেট দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় শোয়েব মালিক। ৪০ বছর চলছে তার। কিন্তু ফিটনেস ও মাঠের শোয়েব মালিককে দেখে মনেই হচ্ছে না তিনি বুড়ো। শোয়েব মালিকও অবসরের ধারে কাছেও ঘেঁসছেন না।

এমন বুড়ো বয়সেও মাঠে দুর্দান্ত শোয়েব মালিক। ফ্রাঞ্চাইজি লিগগুলোতেও দাপুটে শোয়েব। পারফরমেন্স ধরে রাখতে ফিটনেস গড়েছেন দারুণ ভাবে।

তারপরও বয়স তো আর কম হলো না। অবসর নিয়ে মাঠের বাইরে নানা প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে তাকে।

সম্প্রতি ক্রিকেট পাকিস্তানকে দেওয়া সাক্ষাৎকারে নিজের অবসর গ্রহণের বিষয়ে কথা বলেন এই অলরাউন্ডার। তিনি জানান, ‘যতদিন দলের বোঝায় পরিণত না হব, ততদিন খেলা চালিয়ে যেতে চাই।’

শোয়েব মালিক বলেছেন, ‘আমার বয়স যতোই হোক না কেন, কেউ এটা বলতে পারবে না যে আমি দলের জন্য বোঝা। আমি সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করেছি, বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে। বল, ব্যাট এমনকি ফিল্ডিংয়েও নিজের সামর্থ্য প্রমাণের চেষ্টা করেছি। আমি ক্রিকেট পরিপূর্ণভাবে উপভোগ করছি। অবসর তখনই নেব, যখন দেখবো আমি দলের ওপর বোঝা হয়ে গিয়েছি।’

১৩ মার্চ ২০২২, ০৫:৪০পিএম, ঢাকা-বাংলাদেশ।