• ঢাকা, বাংলাদেশ
  • শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

নিউজিল্যান্ডে ধরাশায়ী ভারত

নিউজিল্যান্ডে ধরাশায়ী ভারত

ছবি- সংগৃহিত

স্পোর্টস ডেস্ক

চলতি নারী বিশ্বকাপ ক্রিকেটে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ১০৭ রানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল ভারত। কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচেই হোচট খেল তারা। বৃহস্পতিবার স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে ৬২ রানে হেরেছে ভারত।

বিশ্বকাপের আগে গত ফেব্রুয়ারিতে কিউইদের বিরুদ্ধে পাঁচটি ওয়ানডে খেলেছিল ভারতীয় নারী দল।

সেই সিরিজ ভারত হেরেছিল ৪-১ ব্যবধানে। এবারো ভারতের ওপর পূর্বের মতোই আধিপত্য দেখাল কিউই মেয়েরা।

বৃহস্পতিবার (১০ মার্চ) হ্যামিলটনের সেডন পার্কে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠায় ভারত। কিউই অধিনায়ক সোফি ডিভাইনের ৩৫, অ্যামেলিয়া কেরের ৫০ ও অ্যামি স্যাটার্থওয়েটের ৭৫ রানে ভর করে নিউজিল্যান্ড ৯ উইকেটে ২৬০ রান সংগ্রহ করে।

জবাবে ব্যাট করতে নেমে ভারতের ৩০ ওভারে ৯৭ রানে চার উইকেট হারায় ভারত। ইয়াস্তিকা ভাটিয়া ২৮, স্মৃতি মান্ধনা ৬, দীপ্তি শর্মা ৫ ও মিতালি রাজ ৩১ রান করে সাজঘরে ফেরেন। পরে হারমানপ্রীত কউর ৭১ রানের ইনিংস খেললেও ভারত অলআউট হয় ১৯৮ রানে।

১০ মার্চ ২০২২, ০৪:৪৬পিএম, ঢাকা-বাংলাদেশ।