• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘মেসি বার্গার’ : কী আছে অভিনব এই খাবারে?

‘মেসি বার্গার’ : কী আছে অভিনব এই খাবারে?

ছবি- সংগৃহিত

স্পোর্টস ডেস্ক

ফুটবলের আর্জেন্টাইন খুদে জাদুকর লিওনেল মেসি। সাতবারের ব্যালন ডি’অর জয়ীকে নিয়ে মাতামাতি বিশ্বজুড়ে। মেসি মানেই যেন বাড়াবাড়ি। কোটি ভক্তের বাড়াবাড়ির মাত্রা এবার হয়তো আরও বেড়ে যাবে। কারণ, বাজারে এসেছে সুস্বাদু ‘মেসি বার্গার’।

মেসির নামে পণ্য বিক্রির কৌশল বহু পুরনো। কিন্তু বার্গারও যে মেসির নামে হতে পারে, এটা হয়তো না দেখলে বিশ^াস করা যাবে না।

যুক্তরাজ্যভিত্তিক জনপ্রিয় ‘চেইন রেস্তোরাঁ হার্ড রক ক্যাফে’ মেসির নামে নতুন এই বার্গার বাজারে এনেছে। ন্যূনতম ১০ পাউন্ডেও যাবে এই বার্গার। বাংলাদেশি মুদ্রায় যার সর্বনিম্ন মূল্য ১১৫২ টাকা।

অবশ্য মেসির নামে বার্গার তৈরির আগেই এলএম টেনের কাছ থেকে অনুমতি নিয়েছে চেইন রেস্তোরাঁ কর্তৃপক্ষ। এর আগে গত বছর প্রতিষ্ঠানটি তাদের ৫০ বছর পূর্তির অনুষ্ঠানে মেসিকে অতিথি করেছিলেন।

এমনকি বার্গারটির বিজ্ঞাপনেও অভিনয় করেছেন স্বয়ং মেসি। মেসি বার্গারে থাকছে দুটি বড় সাইজের বিফ প্যাটি। এতে রয়েছে আরও কিছু টপিংস, হার্ড রক ক্যাফের স্কোমি বার্গার সস, প্রোভোলন লস, ক্যারাম্যালাইজড রেড অনিয়ন এবং স্লাইসড চোরিজো।

০৩ মার্চ ২০২২, ০৩:৫০পিএম, ঢাকা-বাংলাদেশ।