• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

বিপিএলের ফাইনাল কবে কখন

বিপিএলের ফাইনাল কবে কখন

প্রতিকী ছবি

স্পোর্টস ডেস্ক

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বিকেলের ম্যাচগুলো শুরু হচ্ছে সাড়ে ৫টা। তবে শুক্রবার হলে একই খেলা শুরু হচ্ছে সন্ধ্যা সাড়ে ৬টায়। আগামী শুক্রবার বিপিএলের ফাইনাল। বহুল আকাঙ্খিত ম্যাচটি শুরু হবে বিকাল সাড়ে ৫ টায়।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগের সময় অনুযায়ী সন্ধ্যা সাড়ে ৬টায় ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু নতুন সিদ্ধান্তে ১৮ ফেব্রুয়ারি মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ৮ম আসরের ফাইনাল ম্যাচ শুরু হবে বিকেল সাড়ে ৫টায়।

প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে এরমধ্যেই বিপিএলের ফাইনাল নিশ্চিত করেছে সাকিব আল হাসানের ফরচুর বরিশাল। বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ারে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হয়েছে কুমিল্লা। এই ম্যাচের জয়ী দল প্রতিপক্ষ হবে বরিশালের।

১৬ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৫৩পিএম, ঢাকা-বাংলাদেশ।