• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এশিয়া কাপ আয়োজন থেকে সরে দাঁড়াল শ্রীলঙ্কা

এশিয়া কাপ আয়োজন থেকে সরে দাঁড়াল শ্রীলঙ্কা

প্রতিকী ছবি

ডেস্ক রিপোর্ট

অর্থনৈতিক সঙ্কট আর রাজনৈতিক অস্থিরতায় টালমাটাল শ্রীলঙ্কা এবার এশিয়া কাপ ২০২২ আয়োজন থেকে সরে দাঁড়িয়েছে। শ্রীলঙ্কার ক্রিকেট কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে এশিয়া কাপ আয়োজন তাদের পক্ষে সম্ভব নয়।


এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি) বিষয়টি সরকারিভাবে জানিয়ে দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

এর আগে, এশিয়া কাপ শুরুর সম্ভাব্য সময়সূচি জানিয়ে দিয়েছিল দেশটি। আগামী ২৭ আগস্ট থেকে এশিয়ার এই ক্রিকেট মহাযজ্ঞ শুরুর কথা ছিল। শ্রীলঙ্কা অপারগতা জানানোর ফলে এখন এশিয়া কাপ আয়োজনে এসিসিকে নতুন আয়োজক খুজতে হবে।


এসিসি বলছে- শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড তাদের জানিয়েছে, দেশের রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে তাদের পক্ষে এশিয়া কাপ আয়োজন সম্ভব নয়। এই মুহূর্তে শ্রীলঙ্কার বিদেশি মূদ্রারও সঙ্কট রয়েছে। এ অবস্থায় ছয়টি দেশকে নিয়ে বড় প্রতিযোগিতা আয়োজন তাদের পক্ষে অসম্ভব।’


শ্রীলঙ্কা সরে যাওয়ায় ভারত অথবা অন্য কোনও দেশে এশিয়া কাপ আয়োজনের সম্ভাবনা রয়েছে। এসিসি সূত্র জানিয়েছে, ভারত কিংবা সংযুক্ত আরব আমিরাতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে পারে। তবে, কোনটিই এখনও নিশ্চিত নয়। চলতি মাসেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

২১ জুলাই ২০২২, ০৭:৩১পিএম, ঢাকা-বাংলাদেশ।