• ঢাকা, বাংলাদেশ
  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ম্যারাডোনার মৃত্যু নিয়ে নতুন খবর!

ম্যারাডোনার মৃত্যু নিয়ে নতুন খবর!

ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক

ফুটবল কিংবদন্তী দিয়েগো ম্যারাডোনার মৃত্যু নিয়ে নতুন করে রহস্য দানা বেঁধেছে। চিকিৎসকদের অবহেলায় ম্যারাডোনার অকালমৃত্যু হয়েছে বলে নতুন করে অভিযোগ চাউর হয়েছে।

সম্প্রতি আইনজীবীরা ম্যারাডোনার চিকিৎসায় নিয়োজিত আট চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। আইনজীবীদের অভিযোগ, ম্যারাডোনাকে অসহায়ের মতো ফেলে রাখা হয়েছিল এবং তাঁর পরিস্থিতিকে ভাগ্যের হাতে ছেড়ে দেওয়া হয়েছিল।

২০২০ সালে মাত্র ৫০ বছর বয়সে মৃত্যু হয় ম্যারাডোনার। এরপরেই ম্যারাডোনার পারিবারিক ডাক্তার লিয়োপোল্ড লিউক এবং মনোবিদ অগাস্টিনা কোসাচভের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ ওঠে।

এছাড়া, কার্লোস দিয়াজ এবং ন্যান্সি ফলিনি নামক আরো দুজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, তাদের চিকিৎসা পদ্ধতিতে গাফিলতি রয়েছে, যেখানে তাঁরা জানতেন এক মুহূর্তের অসতর্কতা ম্যারাডোনার মৃত্যু ডেকে আনতে পারে।

১৬ এপ্রিল ২০২২, ০৩:১০পিএম, ঢাকা-বাংলাদেশ।