• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপের কোন গ্রুপে কারা, আর্জেন্টিনা-ব্রাজিলের প্রতিপক্ষ কেমন

বিশ্বকাপের কোন গ্রুপে কারা, আর্জেন্টিনা-ব্রাজিলের প্রতিপক্ষ কেমন

স্পোর্টস ডেস্ক

আসন্ন ফুটবল বিশ্বকাপ নিয়ে এখন থেকেই শুরু হয়েছে জল্পনা। বিশ্বের শীর্ষ এই ক্রীড়া আসর এবার কাতারে অনুষ্ঠিত হবে। এরই মধ্যে কাতার বিশ্বকাপের ড্র সম্পন্ন হয়েছে। তবে বাংলাদেশি ফুটবলপ্রেমিদের নজর ব্রাজিল-আর্জেন্টিনার গ্রুপ নিয়ে। কারণ এই দুই দেশের সমর্থক বাংলাদেশে বেশি।

এবার আর্জেন্টিনার গ্রুপ ও ব্রাজিলের গ্রুপ কেমন হয়েছে তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে নানা সমীকরণ মেলানোর পাল্লা। তবে অনেকেই মনে করছেন, এবার আর্জেন্টিনা তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে। আর ব্রাজিলের গ্রুপটি নাকি ‘ডেড গ্রুপ’।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া গণমাধ্যমকে এ নিয়ে মন্তব্যও দিয়েছেন। তিনি বলেন, ‘আর্জেন্টিনার পরের রাউন্ডে যেতে খুব বেশি কষ্ট হবে না। অন্য দিকে ব্রাজিলকে একটু বেশি পরীক্ষা দিতে হবে গ্রুপ পর্বে।’

ব্রাজিলের সমর্থক জামাল ভূঁইয়া বলেন, ‘কাতার বিশ্বকাপে ব্রাজিল চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাবে। চ্যাম্পিয়ন দলকে সবাইকে হারানোর সামর্থ্য ও যোগ্যতা থাকতে হবে। কাজেই ব্রাজিলকে এ নিয়ে ভাবলে চলবে না।’

এদিকে দেশের ক্লাব ফুটবলের শীর্ষ ক্লাব বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজেন বলেছেন, ‘আমরা নিঃসন্দেহে কঠিন গ্রুপে। জার্মানি ও জাপান উভয়ই পরের রাউন্ডে যাওয়ার দাবিদার। তবে আমার দৃষ্টিতে স্পেন ও জার্মানিই পরের রাউন্ডে খেলবে।’

বিশ্বকাপে কে কোন গ্রুপে-

গ্রুপ-এ : কাতার, নেদারল্যান্ডস, সেনেগাল, ইকুয়েডর।

গ্রুপ-বি : ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ইরান, ওয়েলস/স্কটল্যান্ড/ইউক্রেন (ইউরো প্লে-অফ)।

গ্রুপ-সি : আর্জেন্টিনা, মেক্সিকো, পোল্যান্ড, সৌদি আরব।

গ্রুপ-ডি : ফ্রান্স, ডেনমার্ক, তিউনিসিয়া, পেরু/অস্ট্রেলিয়া/সংযুক্ত আরব আমিরাত (প্লে-অফ ১)।

গ্রুপ-ই : স্পেন, জার্মানি, জাপান, কোস্টারিকা/নিউজিল্যান্ড (প্লে-অফ ২)।

গ্রুপ-এফ : বেলজিয়াম, ক্রোয়েশিয়া, মরক্কো, কানাডা।

গ্রুপ-জি : ব্রাজিল, সুইজারল্যান্ড, সার্বিয়া, ক্যামেরুন।

গ্রুপ-এইচ : পর্তুগাল, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া, ঘানা।

০২ এপ্রিল ২০২২, ০৩:০১পিএম, ঢাকা-বাংলাদেশ।