• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এশিয়ান আর্চারিতে বাংলাদেশের অবিস্মরণীয় দিন

এশিয়ান আর্চারিতে বাংলাদেশের অবিস্মরণীয় দিন

স্পোর্টস ডেস্ক

এশিয়া কাপ আর্চারিতে আবারও স্বর্ণ জিতেছে বাংলাদেশ। থাইল্যান্ডে নারী রিকার্ভ দলগত ইভেন্টে ভারতকে হারিয়ে দেয় বাংলাদেশের মেয়েরা।

ফাইনালে প্রথমে ৪-৪ সেটে সমতা ছিল। পরবর্তীতে খেলা গড়ায় টাইব্রেকে। টাইব্রেকে ভারতের তিন আর্চার ২৭ স্কোর করেন। বাংলাদেশ করে ২৮। বাংলাদেশের হয়ে নাসরিন আক্তার, নিশা ফাহমিদা সুলতানা ও দিয়া সিদ্দিকী এ কৃতিত্ব গড়েন। টাইব্রেকে এক পয়েন্ট বেশি স্কোর করায় বাংলাদেশ ৫-৪ সেটে ভারতকে হারিয়ে স্বর্ণ জেতে।

এর মধ্যদিয়ে এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ তিনটি স্বর্ণ ঘরে তুলতে যাচ্ছে। কারণ, দলগত ইভেন্টের কিছুক্ষণ পর রিকার্ভ মহিলা ব্যক্তিগত ইভেন্টে লড়েন বাংলাদেশের দিয়া ও নাসরিন। অল বাংলাদেশ ফাইনাল হওয়ায় সে ম্যাচে যে-ই জিতুন, সেখান থেকে সোনা জেতা নিশ্চিত বাংলাদেশের।

১৯ মার্চ ২০২২, ০৭:১১পিএম, ঢাকা-বাংলাদেশ।