• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

শিক্ষকদের রুমে আটকে দরজায় তালা দিলেন ছাত্রীরা!

শিক্ষকদের রুমে আটকে দরজায় তালা দিলেন ছাত্রীরা!

নিজস্ব প্রতিবেদক

আবাসিক শিক্ষকদেরকে রুমের মধ্যে রেখে বাইরে থেকে তালা দিয়ে আন্দোলন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টার সময় এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই হলে নিম্নমানের খাবার পরিবেশন করা হচ্ছে। এ বিষয়ে কর্মচারীদের কিছু বলতে গেলে তারা বাজে আচরণ করেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষকরাও নিয়মিত হলে আসেন না এবং এসব সমস্যার সমাধানও করেন না। হলের সিট বণ্টনেও প্রশাসনের কোনো তদারকি নেই।

জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে সভা করতে হলে আসেন প্রভোস্ট পারভীন সুলতানাসহ আবাসিক শিক্ষকরা। তারা সভা করতে প্রভোস্ট রুমে সবাই প্রবেশ করলে বাইরে থেকে তালা মেরে দেয় আবাসিক ছাত্রীরা। এ সময় তারা হলের ক্যান্টিনও তালাবদ্ধ করে রাখে।

হল প্রভোস্ট পারভীন সুলতানা বলেন, শিক্ষার্থীরা তাদের দাবি দাওয়া আমাদেরকে না জানিয়েই রুমে তালা দিয়ে দেয়। তাদের এই অশোভনমূলক আচরনের জন্য আমরা ক্ষোভ প্রকাশ করছি। তবে তারা যেই দাবিগুলো তুলেছে আমরা সেগুলো নিয়ে বসব।

১০ মার্চ ২০২২, ০৬:৪৯পিএম, ঢাকা-বাংলাদেশ।