• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

লিবিয়ায় বন্দীদশা শেষে দেশে ফিরলেন ৭৪ জন

লিবিয়ায় বন্দীদশা শেষে দেশে ফিরলেন ৭৪ জন

ছবি- সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

লিবিয়ার পঞ্চান্ন নম্বর ডিটেইনশন সেন্টারে আটক আরও ৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (১০ মার্চ) আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ঢাকা অফিসের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, লিবিয়ার ডিটেইনশন ক্যাম্প থেকে দ্বিতীয় দফায় ৭৪ জন বাংলাদেশি বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে বুধবার (৯ মার্চ) দিবাগত রাতে লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের সর্বাত্মক ৭৪ বাংলাদেশিকে আইওএম-এর সহায়তায় দেশে পাঠানোর উদ্যোগ নেয়া হয়। আইওএম’র ভাড়া করা লিবিয়ার বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে মেতিগা বিমানবন্দর থেকে বুধবার বিকালে তারা ঢাকার উদ্দেশে রওনা করেন।

১০ মার্চ ২০২২, ০৪:০০পিএম, ঢাকা-বাংলাদেশ।