• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

সাগরে নিম্নচাপ, বাড়বে তাপমাত্রা

সাগরে নিম্নচাপ, বাড়বে তাপমাত্রা

প্রতিকী ছবি

নিজস্ব প্রতিবেদক

বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এর ফলে আকাশে মেঘ বেড়েছে। এতে দিনে ও রাতের তাপমাত্রা বাড়বে।

শনিবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটা গভীর নিম্নচাপ রয়েছে। এই নিম্নচাপটার অবস্থান শ্রীলঙ্কার কাছাকাছি রয়েছে। এটি ধীরে ধীরে শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূলের দিকে ধাবিত হচ্ছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সাগরে অবস্থানরত নিম্নচাপের প্রভাবে গরম বাড়তে থাকবে। এরই মধ্যে গরমের অনুভূতি বাড়তে শুরু করেছে। গরমের এই বর্ধিত ধারা আরও কয়েকদিন অব্যাহত থাকবে।

আবহাওয়াবিদরা জানান, নিম্নচাপটা এখনও সাগরে আছে। রবিবার (৬ মার্চ) অথবা ৭ মার্চ সাগরের নিম্নচাপটি ভূমিতে আঘাত হানতে পারে। এখন পর্যন্ত আমাদের তথ্যনুযায়ী বাংলাদেশে এর তেমন কোন প্রভাব পড়বে না।

০৫ মার্চ ২০২২, ০৭:৩৩পিএম, ঢাকা-বাংলাদেশ।