• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

ইউক্রেনে জাহাজে হামলা: আটকে পড়া ২৮ বাংলাদেশির কে কারা!

ইউক্রেনে জাহাজে হামলা: আটকে পড়া ২৮ বাংলাদেশির কে কারা!

নিজস্ব প্রতিবেদক

ইউক্রেনের অলভিয়া বন্দরে বাংলাদেশি পণ্যবাহী ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজে রকেট হামলায় নিহত হয়েছেন বাংলাদেশি নাবিক হাদিসুর রহমান। এ ঘটনার পর থেকেই বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) কার্যালয়ে ছুটছেন ইউক্রেনে আটকে পড়া জাহাজটির অন্য নাবিক ও ক্রদের স্বজনরা।

বৃহস্পতিবার (৩ মার্চ) সকাল থেকে বিএসসি কার্যালয়ে আসতে থাকেন নাবিকদের স্বজনরা। এরই মধ্যে ইউক্রেনে আটকে পড়া অনেক নাবিক ও ক্রুদের নাম পরিচয় জানা গেছে।

বিএসসি কার্যালয় সূত্রে জানা গেছে, ইউক্রেনে অবস্থান করা ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজে ২৯ জন নাবিক-ক্রু ছিলেন। এর মধ্যে প্রকৌশলী হাদিসুর রহমান আরিফ মারা গেছেন। জাহাজের মাস্টার হিসেবে রয়েছেন জি এম নূর-ই আলম। সহকারী মাস্টার হিসেবে আছেন মো. মনসুরুল আমিন খান।

জাহাজে থাকা অন্যরা হলেন- সেলিম মিয়া, রমা কৃষ্ণ বিশ্বাস, মো. রোকনুজ্জামান রাজিব, ফারিয়াতুল জান্নাত তুলি, ফয়সাল আহমেদ সেতু, মোহাম্মদ ওমর ফারুক, সৈয়দ আসিফুল ইসলাম, রবিউল আউয়াল, সালমান সরওয়ার সামি, ফারজানা ইসলাম মৌ, শেখ সাদি, মাসুদুর রহমান, জামাল হোসাইন, মোহাম্মদ হানিফ, আমিনুর ইসলাম, মহিন উদ্দিন, হোসাইন মোহাম্মদ রাকিব, সাজ্জাদ ইবনে আলম, নাজমুল উদ্দিন, নজরুল ইসলাম, সরওয়ার হোসাইন, মাসুম বিল্লাহ, মোহাম্মদ হোসাইন, শফিকুর রহমান, আতিকুর রহমান ও মোহাম্মদ সাইফ উদ্দিন।

এর আগে অলভিয়া বন্দরে নোঙর করা বিএসসির জাহাজ ‘বাংলার সমৃদ্ধিতে’ রকেট হামলায় থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান মারা যান। জাহাজের বাকি ২৮ জন নাবিক ও ক্রু অক্ষত আছেন।

০৩ মার্চ ২০২২, ০৭:১৭পিএম, ঢাকা-বাংলাদেশ।