• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

শহর থেকে সয়াবিন তেল ‘উধাও’

শহর থেকে সয়াবিন তেল ‘উধাও’

প্রতিকী ছবি

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ লেগেছে কয়েক হাজার মাইল দূরে। কিন্তু সেই যুদ্ধের অজুহাতে বাংলাদেশে তেলের দাম বাড়তেই পারে। তাই বলে পুরো শহর থেকে ভোজ্যতেল উধাও হবে? হতেই পারে, কারণ এমন ঘটনাই ঘটেছে কুমিল্লায়।

গত কয়েকদিনে সয়াবিন তেলের দাম বাড়ায় কুমিল্লা শহরে সয়াবিনের কৃত্রিম সংকট তৈরি হয়েছে। শহরের অধিকাংশ দোকানেই সয়াবিন তেল নেই হয়ে গেছে।

বুধবার (২ মার্চ) সরেজমিন কুমিল্লা শহরের বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

জালাল নামের এক মুদিদোকানি বলেন, কয়েকদিন ধরেই কোনো কোম্পানি, ডিলার তেল সাপ্লাই দিচ্ছে না। পাইকাররা আমাদের মাল দিচ্ছে না আমরাও জনগণকে দিতে পারছি না। কোম্পানি বলছে, মাল আসলে পাবেন।

একইরকম কথা বলেছেন কুমিল্লা শহরের অধিকাংশ মুদিদোকানি। এ নিয়ে শহরের তেলের পাইকারি দোকানগুলোতে গিয়েও একই রকম কথা শুনা গেছে। এতে বিপাকে পড়েছেন ক্রেতারা।

০২ মার্চ ২০২২, ০৬:৫৫পিএম, ঢাকা-বাংলাদেশ।