• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহ মেডিকেলে ক্লাস-পরীক্ষা বর্জন

ময়মনসিংহ মেডিকেলে ক্লাস-পরীক্ষা বর্জন

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অপবাদের প্রতিবাদে ও দোষীদের বিচার দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন শিক্ষকরা।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে শিক্ষকরা ক্লাস নেয়া থেকে বিরত থাকেন। এদিন কোনো পরীক্ষাও অনুষ্ঠিত হয়নি।

এর আগে রবিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে শিক্ষকদের এক সভায় ৪৮ ঘণ্টা লাগাতার ক্লাস ও পরীক্ষা বর্জনের কর্মসূচি ঘোষণা করা হয়। তবে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক থাকবে বলেও জানিয়েছেন শিক্ষকরা।

এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষক ও সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মনির হোসেন ভূইয়া বলেন, একটি গোষ্ঠী তাদের স্বার্থ হাসিলের জন্য ডা. আবুল কালাম আজাদের বিরুদ্ধে কুৎসা রটিয়ে যাবে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যাকে যৌন হয়রানি করা হয়েছে সে সামনে এসে বলুক, দোষ থাকলে আমরা সব মাথা পেতে নেবো। তাই বিচার না হওয়া পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাবো। তবে আন্দোলন চলাকালে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হলে পরবর্তীতে তা পুষিয়ে দেওয়া হবে।

এর আগে গত বুধবার (২৩ ফেব্রুয়ারি) ময়মনসিংহ মেডিকেল কলেজে ৫৩ ব্যাচের শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ তুলে অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৭:২০পিএম, ঢাকা-বাংলাদেশ।