• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

চরমোনাই মাহফিলে প্রাণ গেল ১৪ জনের

চরমোনাই মাহফিলে প্রাণ গেল ১৪ জনের

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম করা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনব্যাপী বার্ষিক মাহফিল। এ তিন দিনে মাহফিলে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে ১০ জন এবং আড়িয়াল খাঁ নদে ট্রলারডুবির ঘটনায় ৪ জনের মৃত্যু হয়।

মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য কেএম শরিয়তউল্লাহ জানান, চরমোনাই মাহফিলে আগত মুসল্লিদের মধ্য থেকে ১৪ মুসল্লি মারা গেছেন। এর মধ্যে গত ২২ ফেব্রুয়ারি রাতে সিরাজগঞ্জ থেকে চরমোনাই মাহফিলে ট্রলারে রওনা দেন ৪২ মুসল্লি। রাত ১টার দিকে বরিশালের আড়িয়াল খাঁ নদে লঞ্চের ধাক্কায় ওই ট্রলারটি ডুবে যায়। পরে চারজনের লাশ উদ্ধার করা হয়।

সোমবার সকাল সাড়ে ৮টায় সমাপনী অধিবেশন ও আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয় এ মাহফিল।

২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৩৪পিএম, ঢাকা-বাংলাদেশ।