• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

হেলিকপ্টারে বিয়ে করতে এসে ধরা খেলেন বর!

হেলিকপ্টারে বিয়ে করতে এসে ধরা খেলেন বর!

নিজস্ব প্রতিবেদক

বিয়ে করার জন্য ব্রাহ্মণবাড়িয়া থেকে হেলিকপ্টারে চড়ে কনের বাড়ি নেত্রকোনায় আসেন বর। কিন্তু বউ ছাড়াই বরকে ফিরতে হয়েছে বাড়ি। কারণ, আইন অনুযায়ী কনের বিয়ের বয়স না হওয়ায় ভ্রাম্যমাণ আদালত বিয়ে বন্ধ করে দেন।

নেত্রকোনার পূর্বধলা উপজেলার কান্দাপাড়া গ্রামের এক প্রবাসীর মেয়ের বিয়েতে এ ঘটনা ঘটেছে। বরের নাম শাহলালাল মিয়া। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বাঞ্ছারামপুর গ্রামের আলেক মিয়ার ছেলে।
পূর্বধলা উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স বলেন, ‘ যে মেয়েটির বিয়ে ঠিক হয়েছিল, সে নবম শ্রেণির ছাত্রী। খবর পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিয়ে বন্ধ করা হয়েছে।’

তিনি আরও বলেন,‘বিয়ে বাড়িতে পৌছে কনের জন্মসনদ চাইলে তারা ভূয়া সনদ দেখায়। যা যাচাই-বাছাই করে আমরা নিশ্চিত হই। বরের কাছ থেকে মুচলেকা নেয়া হয়েছে।’

স্থানীয়রা জানিয়েছে, কনের বাবা দুবাইপ্রবাসী। ধুমধাম করে মেয়ের বিয়ের আয়োজন করেন তিনি। বর হেলিকপ্টারে করে কনের বাড়িতে পৌছান। এ খবর শুনে উৎসুক জনতা ভিড় জমে বিয়ে বাড়িতে। পরে ভ্রাম্যমাণ আদালত বিয়ে বন্ধ করে দিলে বরপক্ষের লোকজন চলে যায়।

২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৪২পিএম, ঢাকা-বাংলাদেশ।