• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

সপ্তাহের শেষে হতে পারে বৃষ্টি

সপ্তাহের শেষে হতে পারে বৃষ্টি

প্রতিকী ছবি

নিজস্ব প্রতিবেদক

ফাগুনের শুরু থেকেই আবহাওয়ার গতি এলোমেলো। রবিবার (২০ ফেব্রুয়ারি) দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও বয়ে গেছে ঝড়ো হাওয়া। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বিভাগের বেশ কয়েকটি জেলায় আকাশ মেঘলা। কোথাও কোথাও হয়েছে গুঁড়িগুঁড়ি বৃষ্টি। আবহাওয়ার এমন দশা সপ্তাহ জুড়েই অব্যাহত থাকতে পারে।

সোমবার (২১ ফেব্রুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের অন্য এলাকায় আকাশ আংশিকভাবে মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া শুষ্ক থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। সেই সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় সকাল ও সন্ধ্যায় ঘন কুয়াশা পড়তে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, চলতি সপ্তাহের শেষদিকে দেশের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। নিম্নচাপের সম্ভাবনা না থাকলেও তাপমাত্রা একই রকম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

২১ ফেব্রুয়ারি ২০২২, ০২:৪৬পিএম, ঢাকা-বাংলাদেশ।