• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

বইমেলায় সাস্টিয়ানদের বই নিয়ে ‘স্টল ৬৫০’

বইমেলায় সাস্টিয়ানদের বই নিয়ে ‘স্টল ৬৫০’

নিজস্ব প্রতিবেদক

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের প্রকাশিত বই নিয়ে অমর একুশে বইমেলায় স্টল নেয়া হয়েছে। সাস্ট ক্লাব লিমিটেড এই স্টল বরাদ্দ নিয়েছে। স্টল নং ৬৫০, বর্ধমান হাউজ, তেতুল তলায়।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে এর উদ্বোধন করেন বরেণ্য অধ্যাপক ড. জাফর ইকবাল ও তার সহধর্মিনী অধ্যাপক ড. ইয়াসমিন হক।

এসময় উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি মো. জাকির হোসেন (অর্থনীতি বিভাগ-৪র্থ ব্যাচ), সাধারণ সম্পাদক মোহাম্মদ খলিলুর রহমান সুহেল (সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগ-৯ম ব্যাচ), যুগ্ম সম্পাদক মোহাম্মদ আফজাল হোসেন আকন্দ রনি (ব্যবসায় প্রশাসন বিভাগ-১১তম ব্যাচ) প্রমুখ।

শাবির প্রথম ব্যাচের শিক্ষার্থী মো. মাসুদুর রহমান, ১৫ তম ব্যাচের শিক্ষার্থী তাহজিব হাসান উপস্থিত ছিলেন। এ ছাড়া শাবির বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে সাস্টিয়ান সকল লেখকদের নিজ নিজ প্রকাশিত বইয়ের প্রচারের জন্য সাস্ট ক্লাব লিমিটেডের যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল রনির সঙ্গে যোগাযোগ করার জন্য নির্দেশনা দেয়া হয়।

ক্লাবের কার্যকরী কমিটির সদস্য মো. মাসুদুর রহমান জানান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সকলের বই এই স্টলে পাওয়া যাবে।

১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৫৯পিএম, ঢাকা-বাংলাদেশ।