• ঢাকা, বাংলাদেশ
  • শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

শিশুকে বাঁচাতে ব্রেক, প্রাণ গেল প্রবাসী মোটরসাইকেল আরোহীর

শিশুকে বাঁচাতে ব্রেক, প্রাণ গেল প্রবাসী মোটরসাইকেল আরোহীর

নিজস্ব প্রতিবেদক, ফেনী

ব্যস্ত রাস্তায় মোটরসাইকেলে চলছিলেন প্রবাসী যুবক রাশেদুল ইসলাম। হঠাৎ সামনে চলে আসে একটি শিশু। এসময় জরুরি ব্রেক করেন রাশেদুল। প্রাণে বেঁচে যায় শিশুটি। কিন্তু ততক্ষনে দুর্ঘটনার শিকার হয়ে প্রবাসী রাশেদুল না ফেরার দেশে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাতে ফেনী সদর উপজেলার তেমুহনী তালতলা এলাকার ফেনী-নোয়াখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদুল ইসলাম দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের পূর্ব রামচন্দ্রপুর গ্রামের রুহুল আমিনের ছেলে।

এ ঘটনায় আহত হয়েছেন নুরুল হুদা সুমন নামের অপর একজন। তিনি জায়লস্কর ইউনিয়নের ইউপি সদস্য। তাকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়।

জায়লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ মিলন বলেন, রাশেদুল সম্প্রতি ওমান থেকে ছুটিতে দেশে ফেরেন। ইউপি সদস্য নুরুল হুদা ও রাশেদুল সম্পর্কে চাচাতো ভাই। বুধবার রাতে নুরুল হুদা মোটরসাইকেল চালিয়ে রাশেদুলকে নিয়ে বাড়ি থেকে ফেনীর দিকে যাচ্ছিলেন। পথে একটি শিশু দৌড়ে মোটরসাইকেলের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিল। এসময় জরুরি ব্রেক করলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন রাশেদুল ও সুমন। এতে ঘটনাস্থলেই রাশেদুলের মৃত্যু হয়।

১৭ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৫৩পিএম, ঢাকা-বাংলাদেশ।