• ঢাকা, বাংলাদেশ
  • শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে প্রবাসীর বাড়ি ভেঙে ফেলার অভিযোগ

ঠাকুরগাঁওয়ে প্রবাসীর বাড়ি ভেঙে ফেলার অভিযোগ

জেলা প্রতিনিধি

ঠাকুরগাঁও পৌর শহরের মুসলিমনগর এলাকায় জহির খান নামে এক প্রবাসীর নির্মাণাধীন বাড়ি ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। বর্তমানে ওই প্রবাসী মানবেতর জীবনযাপন করছেন। প্রাণের ভয়ে পরিবার নিয়ে ন্যায়বিচারের আশায় প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন তিনি।

প্রবাসী জহির খান অভিযোগ করেন, সোমবার (১৪ ফেব্রুয়ারি) প্রায় ৩০ জনের দুর্বৃত্তের দল তার বাড়িঘরে ভাঙচুর চালায়। পরে থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে তাকে ফিরিয়ে দেয়।

জহির খান জানান, ২০১৫ সালে স্থানীয় শহিদুল ইসলামের কাছ থেকে ছয় শতক জমি ক্রয় করেন জহির। সম্প্রতি গ্রিস থেকে তিন মাসের ছুটিতে এসে বাড়ির কাজ শুরু করলে হঠাৎ ওই জমির মালিকানা দাবি করেন আনোয়ারা পারভিন নামে অপর এক নারী।

জহির আরও জানান, দুর্বৃত্তদের দিয়ে তার নির্মাণাধীন বাড়ির সীমানাপ্রাচীর, দুটি আরসিসি পিলার ভেঙে ফেলা হয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়।

তিনি বলেন, ‘সাত বছর আগে জমি ক্রয় করে বাড়ি করে বসবাস করছি। আমি ঢাকায় ভিসার কাজ শেষে বাসায় এসে দেখি সন্ত্রাসীরা আমার বাড়িঘর ভেঙে দিয়েছে।’

জহির খান বলেন, ‘দুদিন ধরে স্ত্রী ও সাত বছরের শিশুকন্যাকে নিয়ে নিরাপত্তার জন্য থানায় ঘোরাঘুরি করছি, কিন্তু পুলিশ কোনো কথা শুনছে না। মামলা দিতে গেলে মামলাও নিচ্ছে না। বরং পরামর্শ দিচ্ছে, কোর্টে মামলা করতে। ২২ বছর ধরে সরকারকে আমি রেমিটেন্স দিচ্ছি। আমি কি ন্যায়বিচার পাব না? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, আমি একজন প্রবাসী, রেমিটেন্সযোদ্ধা। আমার প্রতি একটু সদয় হোন।’

অভিযোগ প্রসঙ্গে আনোয়ারা পারভিন বলেন, ‘ওই জায়গা আমার স্বামীর। সোনালী ব্যাংক ঠাকুরগাঁও শাখায় বন্ধক রয়েছে। প্রবাসী জহির বাড়ির কাজ শুরু করলে আমি ব্যাংক ম্যানেজারকে বিষয়টি অবগত করি। পরে পুলিশ ও ব্যাংকের লোকদের সামনেই বাড়ির সীমানাপ্রাচীর এবং আরসিসি পিলার ভেঙে দেয়া হয়।’

সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, ‘জমিসংক্রান্ত ঝামেলা হওয়ায় আমি অফিসারকে ঘটনাস্থলে পাঠাই। পরে জানতে পারি, বন্ধকি সম্পত্তি ব্যাংক কর্তৃপক্ষের।’

১৭ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৩৪পিএম, ঢাকা-বাংলাদেশ।