• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

কৃষক আকবর হত্যায় লক্ষ্মীপুরে ৫ আসামির ফাঁসি

কৃষক আকবর হত্যায় লক্ষ্মীপুরে ৫ আসামির ফাঁসি

জেলা প্রতিনিধি

জমি নিয়ে বিরোধের জেরে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বৃদ্ধ কৃষক আলী আকবর হত্যা মামলায় পাঁচ আসামিকে মত্যুদণ্ড দিয়েছেন আদালত। মামলার অপর তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন।

লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বলেন, আসামিদের মধ্যে ছয়জন আদালতের উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক রয়েছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- জসিম, সফিকুর রহমান, রুবেল হোসেন, নূর মিয়া বেপারি ও তৌহিদুর রহমান।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- জুয়েল, মোক্তার হোসেন ও রাহেলা বেগম। এর মধ্যে জুয়েল ও মোক্তার আদালতে উপস্থিত ছিলেন না। এ ছাড়া মামলা থেকে আসামি ওসমান কবিরাজ, উম্মে হাবিবা সুমাইয়াসহ তিনজন খালাস পেয়েছেন।

আদালত সূত্র জানায়, কৃষক আলী আকবরদের সঙ্গে প্রতিবেশী নুরুল ইসলামদের জমি নিয়ে বিরোধ ছিল। ২০১৮ সালের ৭ সেপ্টেম্বর বিরোধীয় জমি থেকে নুরুল ইসলামের পরিবার ডাব পাড়তে যায়। এতে আলী আকবর বাধা দেন। একপর্যায়ে নুরুল ইসলাম ও তার ছেলে মো. জসিমসহ আসামিরা আলী আকবরকে কুপিয়ে জখম করে। পরে হাসপাতালে আকবর আলী মারা যান।

 

এবি/এসএন

১৬ ফেব্রুয়ারি ২০২২, ০৩:০৭পিএম, ঢাকা-বাংলাদেশ।