• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

সাংবাদিক রিজভীর ওপর সন্ত্রাসী হামলা : শাবি প্রেসক্লাবের প্রতিবাদ

সাংবাদিক রিজভীর ওপর সন্ত্রাসী হামলা : শাবি প্রেসক্লাবের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রেসক্লাবের সদস্য হাবিবুল হাসান রিজভীর ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে শাবি প্রেসক্লাব। ন্যাক্কারজনক এই সন্ত্রাসী হামলায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন শাবি প্রেসক্লাবের সাংবাদিক নেতারা।

বুধবার (৯ ফেব্রুয়ারি) শাবিপ্রবি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আবদুল্লা আল মাসুদ সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে হামলার ঘটনায় শাবি প্রেসক্লাবের সভাপতি জুবায়ের মাহমুদ ও যুগ্ম সম্পাদক জিএম ইমরান হোসেন এক যৌথ বিবৃতিতে তীব্র প্রতিবাদ জানান।

বিবৃতিতে শাবি প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, ‘আমরা জেনেছি শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সদস্য হাবিবুল হাসান রিজভী পারিবারিক কাজে নিজ এলাকা জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থান করছেন। বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সরিষাবাড়ী পৌরসভার ইস্পাহানি এলাকায় নিজ বাসভবনে অবস্থানকালে সাংবাদিক রিজভীর ওপর স্থানীয় ছাত্রলীগ নেতা আলিফ আরাফাত আলভী ও তার সহযোগিরা সন্ত্রাসী হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা সাংবাদিক রিজভীর কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে গুরুত্বর অবস্থায় হাবিবুল হাসান রিজভীকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখনো চিকিৎসাধীন।’

সাংবাদিক নেতারা বিবৃতিতে বলেন, ‘বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও সংবাদকর্মী হাবিবুল হাসান রিজভীর ওপর সংঘটিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য জামালপুরের স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।’

 

এবি/এসএন

১০ ফেব্রুয়ারি ২০২২, ০৭:২১পিএম, ঢাকা-বাংলাদেশ।