• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

মদপানের পর হৃদরোগে চবি শিক্ষার্থীর মৃত্যু

মদপানের পর হৃদরোগে চবি শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

মদপানের পর হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বেলায়েত হোসেন (২০) মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন। বেলায়েত হোসেনের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলায়। তার বাবা বোরহান উদ্দিন এবং মা আঙ্গুরা বেগম। বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন বেলায়েত।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

চবি মেডিক্যাল সেন্টারের চিফ মেডিক্যাল অফিসার ডা. মোহাম্মদ আবু তৈয়ব জানান, বৃহস্পতিবার ভোরে বেলায়েতকে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে আনা হয়। তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল।

ডা. মোহাম্মদ আবু তৈয়ব বলেন, ‘ বেলায়েতের বন্ধুরা জানায়, সে রাতে কেরু নামের অ্যালকোহল পান করে। পরে অসুস্থতা অনুভব করলে তাকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে আনেন তার বন্ধুরা। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় দ্রুত বেলায়েতকে তাকে চমেক হাসপাতালে পাঠিয়ে দেই।’

অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ও আলাওল হলের প্রভোস্ট ড. নঈম উদ্দিন হাছান আওরঙ্গজেব চৌধুরী বলেন, ‘ভোর ৬টার দিকে চমেক হাসপাতালে বেলায়েতের মৃুত্য ঘটে। অ্যালকোহলের বিষয়টা শুনেছি। তবে অফিশিয়ালি যেটা জানলাম, হার্টের সমস্যাজনিত কারণে তার মৃত্যু। এটাকে বলা হচ্ছে কার্ডিও রেসপিরেটোরি ফেইলিওর।’

 

এবি/এসএন

১০ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৩৫পিএম, ঢাকা-বাংলাদেশ।