• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

সারাদেশে বৃষ্টির আভাস

সারাদেশে বৃষ্টির আভাস

প্রতিকী ছবি

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকাসহ দেশের আট বিভাগেই বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার সকাল থেকেই দেশের বিভিন্ন জেলায় গুঁড়িগুঁড়ি বৃষ্টিপাত শুরু হয়েছে। সঙ্গে বইছে মৃদু বাতাস। তাপমাত্রা বৃদ্ধি পেলেও বাতাসের কারণে শীত বাড়ছে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার (১১ ফেব্রুয়ারি) পর্যন্ত আবহাওয়া এমন থাকতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে ১০.২ ডিগ্রি সেলসিয়াস। এদিন রাজধানী ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, বুধবার দেশের তিনটি জেলায় শৈত্যপ্রবাহ থাকলেও বৃহস্পতিবার দেশের কোথাও শৈত্যপ্রবাহ নেই। ফলে সারাদেশেই বেড়েছে রাত ও দিনের তাপমাত্রা। মেঘলা আকাশ ও বাতাসের সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হতে পারে।

বিশেষ করে ঢাকা, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। তবে অন্য তিন বিভাগেও সামান্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি ও আকাশের মেঘলা ভাব কেটে গেলে আবারও শীতের তীব্রতা বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

 

এবি/এসএন

১০ ফেব্রুয়ারি ২০২২, ০২:৫৩পিএম, ঢাকা-বাংলাদেশ।