• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

বইমেলার সময় নিয়ে যা জানা গেল

বইমেলার সময় নিয়ে যা জানা গেল

প্রতিকী ছবি

নিজস্ব প্রতিবেদক

করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় বইমেলার সময়সীমা বাড়তে পারে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বুধবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলার প্রস্তুতি দেখতে গিয়ে তিনি একথা বলেন।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, এখন পর্যন্ত সিদ্ধান্ত বইমেলা ১৫ ফেব্রুয়ারি শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। তবে করোনা পরিস্থিতি ভালো হলে সময়সীমা বাড়ানো হতে পারে।

তিনি আরও বলেন, মেলার প্রবেশ দ্বার খুলবে প্রতিদিন বেলা ২টায়। চলবে রাত ৯ টা পর্যন্ত। তবে সাধারণ দর্শনার্থীরা দুপুর ২ টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেলায় প্রবেশ করতে পারবেন। প্রকাশক ও স্টল কর্মকর্তারা কার্ড দেখিয়ে রাত ৯ টা পর্যন্ত মেলায় যাতায়াত করতে পারবেন।

এদিকে গত সোমবার স্টল বরাদ্দের লটারি শেষ হয়েছে। মঙ্গলবার থেকেই প্যাভিলিয়ন ও স্টল তৈরিতে নেমে পড়েছে প্রকাশনী সংস্থাগুলো। গতবারের চেয়ে ৪০টি প্রতিষ্ঠান কম অংশ নিচ্ছে এবার।

 

এবি/এসএন

০৯ ফেব্রুয়ারি ২০২২, ০৫:০১পিএম, ঢাকা-বাংলাদেশ।