• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

আবারও বৃষ্টির সম্ভাবনা : বাড়তে পারে তাপমাত্রা

আবারও বৃষ্টির সম্ভাবনা : বাড়তে পারে তাপমাত্রা

প্রতিকী ছবি

নিজস্ব প্রতিবেদক

আগামী দু-তিনদিনের মধ্যে আবারও দেশের কয়েকটি অঞ্চলে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে রাত ও দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) আবহাওয় অধিদপ্তর জানায়, দেশের ৬ জেলা এবং এক উপজেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বুধবারের মধ্যে শৈত্যপ্রবাহ শেষ হতে পারে। আগামী দুই তিনদিনের মধ্যে দেশের কোথাও কোথাও আবারও বৃষ্টিপাত হতে পারে। এর প্রভাবে বাড়তে পারে রাত ও দিনের তাপমাত্রা।

এদিকে মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। মঙ্গলবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় সীতাকুণ্ডে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

 

এবি/এসএন

০৮ ফেব্রুয়ারি ২০২২, ০৫:২৪পিএম, ঢাকা-বাংলাদেশ।