• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

সাস্টের মেধাবী শিক্ষার্থী রূপক বাঁচতে চায়

সাস্টের মেধাবী শিক্ষার্থী রূপক বাঁচতে চায়

নিজস্ব প্রতিবেদক

মেধাবী শিক্ষার্থী মজিবুর রহমান রূপক। মাধ্যমিকের গন্ডি পেরিয়ে উচ্চশিক্ষা অর্জনের একবুক আশা নিয়ে ভর্তি হয়েছিলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (সাস্ট)। ২০১১-১২ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়টি লোকপ্রশাসন বিভাগে ভর্তি হন তিনি।

স্বপ্ন ছিল বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা শেষে দেশের সেবায় কর্মে নিয়োজিত হবেন। পরিবারের হাল ধরবেন। কিন্তু রূপকের সব স্বপ্ন এখন প্রায় নিভুনিভু অবস্থা। জীবনের নির্মমতায় তিনি এখন জটিল কিডনি রোগে ভুগছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, রূপকের দুটি কিডনিই অকেজো হয়ে গিয়েছে। দ্রুত কিডনি ট্রান্সপ্লান্ট ও বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা না নিলে রূপকের জীবন প্রদীপ নিভে যেতে পারে যেকোনো সময়। মেধাবী রূপকের চিকিৎসায় প্রয়োজন আনুমানিক ৫০ লাখ টাকা। যা তার পরিবারের পক্ষে নির্বাহ করা অসম্ভব।

মেধাবী ছেলেটিকে বাঁচাতে দেশের সর্বস্তরের মানুষের কাছে সহায়তার আবেদন জানিয়েছেন রূপকের পরিবার। এরই মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সাস্ট) ‘লোকপ্রশাসন অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ রূপকের জন্য তহবিল সংগ্রহ শুরু করেছে।

রূপককে সহায়তা পাঠানোর জন্য নিচের নম্বরে যোগাযোগ করুন-

শাহাদাত শিশির- ০১৯৯৯ ৭০১৬২৮, মোস্তফা কামাল- ০১৯১১ ০৮৯৮৯৬ এবং নুরুল আমিন- ০১৭৫২ ৯২৯০৯৪।

 

এবি/এসএন

০৫ ফেব্রুয়ারি ২০২২, ০২:৪৫পিএম, ঢাকা-বাংলাদেশ।