• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

শুক্র-শনি বৃষ্টির পর আসছে তীব্র শীত

শুক্র-শনি বৃষ্টির পর আসছে তীব্র শীত

প্রতিকী ছবি

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারির শুরু থেকেই দেশের অধিকাংশ জেলায় শীতের প্রকোপ কমতে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী দুই সপ্তাহ পর এবছরের মতো বিদায় নেবে শীত। তবে তার আগে ৪-৫ ফেব্রুয়ারি (শুক্র-শনিবার) দেশের কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

বুধবার (২ ফেব্রুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী শুক্রবার ও শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পর দেশব্যাপী শীত বাড়বে। ওই সময় রংপুর ও রাজশাহী অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। শৈত্যপ্রবাহ শেষ হলে দুই সপ্তাহ পর বিদায় নিতে পারে শীত।

আবহাওয়াবিদ নাজমুল হক জানান, বুধবারও রংপুরের কিছু কিছু জায়গায় শৈত্যপ্রবাহ অব্যাহত আছে এবং স্থানভেদে ১ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা বেড়েছে। বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়া ৯.৫ ডিগ্রি সেলসিয়াস।

 

এবি/এসএন

০২ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৩১পিএম, ঢাকা-বাংলাদেশ।