• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

ইউপি নির্বাচন: ফুলপুরে নৌকা ৫ ও স্বতন্ত্র ৫

ইউপি নির্বাচন: ফুলপুরে নৌকা ৫ ও স্বতন্ত্র ৫

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

ময়মনসিংহের ফুলপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। গত সোমবার (৩১ জানুয়ারি) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়। নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের ৫ প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ৫ জন স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন।

সোমবার (৩১ জানুয়ারি) সকাল থেকেই ভোটাররা ভোটকেন্দ্রে এসে লাইন ধরে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেন। প্রায় সব কেন্দ্রেই ছিল উৎসবের আমেজ। ফুলপুর উপজেলার ১০ ইউনিয়নের সবগুলোতে এবার ইভিএমে ভোট গ্রহণ করা হয়।

জানা গেছে, ফুলপুর উপজেলার ১০ ইউনিয়নে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১০৫টি। ১০ ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ৩৮ হাজার ৮৬২ জন। নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৫২ জন প্রার্থী। সাধারণ সদস্য আসনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪১৪ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১১৭ জন প্রার্থী।

চেয়ারম্যান পদে বিজয়ী যারা-

১ নং ছনধরা ইউনিয়নে নৌকা প্রতীকের মো. আবুল কালাম আজাদ (৭৩৭৩ ভোট), ২ নং রাভদ্রপুর ইউনিয়নে আনারস প্রতীকের প্রার্থী মো. রোকনুজ্জামান রোকন (৬০০৩ ভোট) এবং ৩ নং ভাইটকান্দি ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী আলাউদ্দিন আহমদ (৭৬৪৪ ভোট) নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া উপজেলার ৪ নং সিংহেশ্বর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে মো. শাহা আলী (৯২৫০ ভোট), ৫ নং ফুলপুর ইউনিয়নে আনারস প্রতীকের প্রার্থী মো. রেজাউল হক ফকির রাসেল (৩৭৮৬ ভোট) এবং ৬ নং পয়ারী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. মফিজুল ইসলাম (৪০৯১ ভোট) নির্বাচিত হয়েছেন।

৭ নং রহিমগঞ্জ ইউনিয়নে স্বতন্ত্রপ্রার্থী মো. শেখ একরাম হোসেন চৌধুরী (৮৬৯৩ ভোট), ৮ নং রূপসী ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত শাহ সুলতান চৌধুরী (৮৩৫০ ভোট), ৯ নং বালিয়া ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত নৌকার প্রার্থী দেলোয়ার মোজাহিদ (১০৭১১ ভোট) এবং ১০ নং বওলা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মাহবুব আলম (৩৮৯০ ভোট) জয়লাভ করেছেন।

 

এবি/এসএন

০১ ফেব্রুয়ারি ২০২২, ০৭:১৮পিএম, ঢাকা-বাংলাদেশ।