• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কর্মহীন মধ্যবিত্তের পাশে দাঁড়িয়েছে ‘আপন ঘর’

কর্মহীন মধ্যবিত্তের পাশে দাঁড়িয়েছে ‘আপন ঘর’

নিজস্ব প্রতিবেদক

করোনাকালে দুস্থ ও অসহায় পরিবারগুলোর মাঝে সরকারি ত্রাণ ও অন্যান্য সহায়তা পৌছে যাচ্ছে। কিন্তু করোনায় কর্মহীন নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোর কান্না কেউ শুনছে না। তাই কর্মহীন নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্ত শ্রেণির মানুষের সহায়তায় এগিয়ে এসেছে ঢাকার স্বেচ্ছাসেবী সংগঠন ‘আপন ঘর’।

সোমবার (১৯ জুলাই) থেকে সহায়তার অংশ হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ শুরু করেছে সংগঠনটি।

আপন ঘরের চেয়ারম্যান মো. সাইফুল আলম আমরাই বাংলাদেশকে বলেন, এখনও আমরা নিবন্ধন পায়নি। যে কারণে বড় পরিসরে কাজ শুরু করতে পারছিনা। আমরা অসহায়, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির কর্মহীন পরিবারগুলোর মাঝে খাদ্য সহায়তা বিতরণ শুরু করেছি। প্রায় সাড়ে তিনশো পরিবারের মাঝে সহায়তা পৌছে দেয়া হবে।

তিনি আরও বলেন, ঢাকার কেরানীগঞ্জের শান্তা ইউনিয়নের আটিবাজার ও সংলগ্ন এলাকায় আমরা সহায়তা বিতরণ শুরু করেছি। ধীরে ধীরে সহায়তা কার্যক্রম বড় করা হবে। অনেকেই আছেন, যারা তাদের কষ্টের কথা কাউকে বলতে পারেন না, কারো কাছে হাত পাততে লজ্জা পান। আমরা খুঁজে খুঁজে এমন পরিবারগুলোতে সহায়তা প্রদান করছি।

 

এবি/এসএন

১৯ জুলাই ২০২১, ০৬:৪০পিএম, ঢাকা-বাংলাদেশ।