• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

নির্বাচনী সহিংসতা: কক্সবাজারে গুলিতে নিহত ২

নির্বাচনী সহিংসতা: কক্সবাজারে গুলিতে নিহত ২

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের কুতুবদিয়ায় ভোটকেন্দ্রে গোলাগুলির ঘটনায় আওয়ামী লীগ নেতাসহ দুজন নিহত হয়েছেন। কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পিলটকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত বিজিবি ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েন করা হয়েছে। নিহতরা হলেন, নৌকা প্রতীকের এজেন্ট আবদুল হালিম (৩৫) ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থক আবুল কালাম (৩৮)।

স্থানীয় ও পুলিশ জানিয়েছে, বড়ঘোপ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পিলটকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে বিশৃঙ্খলা শুরু হয়। এসময় আইনশৃঙ্খলায় নিয়োজিতদের ওপর হামলা চালায় প্রভাবশালীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এতে গুলিতে আবদুল হালিম নিহত হন। আহত হন বেশ কয়েকজন।

নিহত আবদুল হালিম বড়ঘোপ ইউনিয়নের গোলদারপাড়া এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে এবং ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গোলাগুলির পর স্থানীয়দের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয়। এসময় আবারও গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এতে অন্তত ২৫ জন আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কিছু লোক ভোটকেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা করে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাধা দিলে সংঘর্ষ শুরু হয়।

কুতুবদিয়া থানার ওসি ওমর হায়দার বলেন, ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা করে কয়েকজন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাধা দিলে স্থানীয় প্রভাবশালীরা হামলা চালায়। আত্মরক্ষার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসময় গুলি ছোঁড়ে। এতে কয়েকজন গুলিবিদ্ধ হন।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুর ইসলাম গণমাধ্যমকে বলেন, গোলাগুলির ঘটনা শুনেছি। তবে কাদের গুলিতে নিহত হয়েছে, তা সঠিকভাবে এখনও জানা যায়নি।

এদিকে মহেশখালীর কুতুবজোম ইউনিয়নে নৌকার সমর্থকের গুলিতে স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থক নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহতের নাম আবুল কালাম। তিনি স্থানীয় পশ্চিমপাড়ার ছোট মিয়ার ছেলে। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও অন্তত ১০ জন।

সূত্র জানায়, মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের ভোটগ্রহণ সকাল ৮টায় শুরু হয়। সকাল সাড়ে ৯টার দিকে নৌকার প্রার্থী শেখ কামালের সমর্থকরা ভোটকেন্দ দখলের চেষ্টা চালায়। এতে বিরোধীর্ স্বতন্ত্র প্রার্থী মোশারফ হোসেন খোকনের (চশমা) সমর্থিত লোকজন বাধা দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় নৌকা সমর্থিত লোকজনের গুলিতে চশমা সমর্থিত আবুল কালাম ঘটনাস্থলে গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত আরও ১০ জন চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

 

এবি/এসএন

২০ সেপ্টেম্বর ২০২১, ০৪:১৪পিএম, ঢাকা-বাংলাদেশ।