• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচন

আওয়ামী লীগের ৪৩ প্রার্থী বিনা ভোটে বিজয়ী

আওয়ামী লীগের ৪৩ প্রার্থী বিনা ভোটে বিজয়ী

প্রতিকী ছবি

নিজস্ব প্রতিবেদক

স্থগিত থাকা ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ৪৩ জন চেয়ারম্যান বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। ষষ্ট ধাপে দেশে মোট ১৬১টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া এসব চেয়ারম্যান বিনা ভোটে জয়লাভ করেছেন। সোমবার ১৬১টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, বাগেরহাট, খুলনা ও চট্টগ্রামের ৪৩টি ইউনিয়নে ভোটের আগেই আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া ৪৩জন চেয়ারম্যান পদপ্রার্থী নির্বাচিত হয়েছেন। কারণ তাদের কোনো প্রতিপক্ষ নির্বাচনে অংশ নেয়নি।

নির্বাচন কমিশনের একটি সূত্র জানিয়েছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবচেয়ে বেশি নির্বাচিত হয়েছে বাগেরহাট জেলায়। জেলার ৬৬টি ইউনিয়নের মধ্যে ৩৮টিতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা জয়লাভ করেছেন। কারন এসব ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীদের কোনো প্রতিদ্বন্দ্বি ছিল না। এছাড়া চট্টগ্রামের স›দ্বীপে ৪টি ও খুলনার একটি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যানপ্রার্থী বিনা ভোটে নির্বাচিত হয়েছেন।

জানা গেছে, সোমবার খুলনার ৩৪টি, বাগেরহাটে ৬৬টি, সাতক্ষীরায় ২১টি, নোয়াখালীতে ১৩টি, চট্টগ্রামে ১২টি ও কক্সবাজারে ১৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে এসব ইউনিয়নে ভোটগ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সোমবার সকাল আটটা থেকে বিকাল ৪টা পর্যন্ত এসব ইউনিয়নে ভোটগ্রহণ চলবে।

প্রসঙ্গত, দেশে প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদে কয়েক ধাপে ভোটগ্রহণের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ধাপের ইউপি নির্বাচন শেষে এবার ষষ্ঠ ধাপে দেশের ১৬১টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে গত ৩ মার্চ নির্বাচন কমিশন প্রথম ধাপে ৩৭১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। কিন্তু দেশে করোনা পরিস্থিতি ভয়ঙ্কর রূপ ধারণ করায় নির্বাচন স্থগিত হয়ে যায়। পরে গত ২১ জুন দেশের ২০৪টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর পর পর্যায়ক্রমে বিভিন্ন ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

এরই ধারাবাহিকতায় এবার ষষ্ঠ ধাপে ১৬১টি ইউনিয়নে ভোটগ্রহণের দিন ধার্য্য করে নির্বাচন কমিশন। এছাড়া চলতি মাসের শেষের দিকে বাকি ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচনের বিষয়ে ঘোষণা আসছে পারে বলে জানা গেছে। এরই মধ্যে ইউনিয়ন পরিষদের শেষ ধাপের নির্বাচনের ব্যাপারে নির্বাচন কমিশন অভ্যন্তরীণ প্রস্তুতি সম্পন্ন করেছে। খুব শিগগির এ সংক্রান্ত ঘোষণা আসতে যাচ্ছে।

 

এবি/এসএন

১৯ সেপ্টেম্বর ২০২১, ০৩:০১পিএম, ঢাকা-বাংলাদেশ।