• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

উত্তাল সমুদ্র, বন্দরে ৩ নম্বর সংকেত

উত্তাল সমুদ্র, বন্দরে ৩ নম্বর সংকেত

প্রতিকী ছবি

নিজস্ব প্রতিবেদক

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। ফলে দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। লঘুচাপটি এখন উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় সমূদ্র উত্তাল রয়েছে। এসব এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। উত্তর বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকায় জলোচ্ছ্বাসের আশঙ্কা দেখা দিয়েছে। এসব এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। বায়ুচাপের তারতম্যের কারণে ঝড়ো হাওয়া ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সাগর উত্তাল থাকায় ও বায়প্রবাহের কারণে চট্টগ্রাম, মোংলা, কক্সবাজার ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সেই সঙ্গে বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে রবিবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম, বরিশাল, সিলেট ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া থেকে মাঝারি ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি অথবা মাঝারি ভারি বৃষ্টিপাত হতে পারে।

আগামী কয়েকদিন দেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। তবে রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। সেই সঙ্গে আগামী তিনদিন দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। রবিবার সকাল থেকে দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

 

এবি/এসএন

১২ সেপ্টেম্বর ২০২১, ০৭:৫৭পিএম, ঢাকা-বাংলাদেশ।