• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বগুড়ায় ভেঙে যাওয়া বাড়ি সংস্কারে হাসি ফিরেছে আশ্রয়ণ প্রকল্পে

বগুড়ায় ভেঙে যাওয়া বাড়ি সংস্কারে হাসি ফিরেছে আশ্রয়ণ প্রকল্পে

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার শেরপুর উপজেলায় প্রধানমন্ত্রীর উপহারের আশ্রয়ণ প্রকল্পের সাতটি বাড়ির আংশিক অংশ ভেঙে পড়েছে। মাঠি ধসে গিয়ে এ ভাঙনের ঘটনা ঘটেছে।

এ খবর জানার পর পরই শেরপুর উপজেলা প্রশাসন অন্যান্য ঘর রক্ষা করতে ঝুঁকিপূর্ণ মাটি ধসের স্থানে সুরক্ষা বাঁধ নিমার্ণ শুরু করেছে। এতে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘর পাওয়া ছিন্নমূল মানুষের মুখে হাসি ফুঁটেছে।

জানা গেছে, শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নে ভূমিহীনদের জন্য ২২টি বাড়ি নির্মাণ করা হয়। মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের (আশ্রয়ণ প্রকল্প-২) আওতায় এসব বাড়ি নির্মাণ করা হয়। সম্প্রতি সাতটি বাড়ি ভূমিধস ও বিভিন্ন প্রাকৃতিক কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত ১০ জুলাই (শনিবার) বাড়িগুলো পরিদর্শন করেন এই প্রকল্পের পরিচালক ও অতিরিক্ত সচিব মাহবুব হোসেনসহ অন্যান্যরা।

পরিদর্শন শেষে মাহবুব হোসেন গণমাধ্যমকে বলেন, ‘এসব বাড়ি অবহেলা বা অনিয়মের কারণে ভেঙে পড়েনি। ভূমিধসের কারণে রান্নাঘর ও টয়লেট ধসে পড়েছে। এগুলো টেকসই করতে আরসিসি পিলার দিয়েও রক্ষা করা যায়নি।’

ক্ষতিগ্রস্থ বাড়ির বাসিন্দারা (উপকারভোগী) জানান, প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি পেয়ে তারা খুশি। কিন্তু প্রবল বৃষ্টিতে ভূমিধসের কারণে কয়েকটি বাড়ির টয়লেট ও রান্নাঘর ভেঙে পড়েছে। উপজেলা প্রশাসন জরুরি ভিত্তিতে ভেঙে পড়া বাড়িগুলো মেরামতের কাজ শুরু করেছে। এতে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের মাঝে আনন্দ বিরাজ করছে।

শেরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন গণমাধ্যমকে বলেন, ‘জেলা প্রশাসক স্যারের নির্দেশনা মোতাবেক মেরামত কাজ নিয়মিত তদারকি করছি। প্রকল্প সংশ্লিষ্ট সকলেই আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। এ মুহূর্তে সকলের সহযোগিতা কামনা করছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ময়নুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘বাড়িগুলোর পেছনের অংশের মাটি ধসে গেছে। এতে কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষতিগ্রস্থ জায়গাগুলোতে আরসিসি ঢালাই দিয়ে মজবুত সুরক্ষার ব্যবস্থা করা হচ্ছে।’

 

এবি/এসএন

১৬ জুলাই ২০২১, ০৩:৫৯পিএম, ঢাকা-বাংলাদেশ।