• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহে বাসচাপায় প্রাণ গেল দুই জনের

ঝিনাইদহে বাসচাপায় প্রাণ গেল দুই জনের

নিজস্ব প্রতিবেদক

ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন কালীগঞ্জ উপজেলার বাড়েডিহি এলাকার জাহা বক্সের ছেলে ভ্যানচালক মহিদুল ইসলাম (৫০) ও পিরোজপুর গ্রামের মোশারফ হোসেনের স্ত্রী তাসলিমা খাতুন (৪২)। বৃহস্পতিবার কালীগঞ্জ উপজেলার পিরোজপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ের ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঝিনাইদহ-যশোর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

জানা গেছে, সকালে পিরোজপুর গ্রাম থেকে যাত্রী নিয়ে ভ্যানচালক মহিদুল ইসলাম বারবাজার যাচ্ছিলেন। পথিমধ্যে যশোরগামী বাস ওই ভ্যানে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক নিহত হন। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আহত তাসলিমাকে উদ্ধার করে যশোরে পাঠায়। হাসপাতালে নেয়ার পথে তাসলিমা খাতুন মারা যান।

এঘটনায় বারবাজার হাইওয়ে থানার ওসি মেজবাহ উদ্দিন জানান, যশোরগামী শাপলা পরিবহনের যাত্রীবাহী বাসটি ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের চালক মারা যান। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে বলেও জানান তিনি।

 

এবি/এসএন

০৯ সেপ্টেম্বর ২০২১, ০৬:২৭পিএম, ঢাকা-বাংলাদেশ।