• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কমতে শুরু করেছে নদীর পানি, বন্যা পরিস্থিতির উন্নতি

কমতে শুরু করেছে নদীর পানি, বন্যা পরিস্থিতির উন্নতি

নিজস্ব প্রতিবেদক

উজানে বৃষ্টি কমায় প্রায় সব নদীর পানি কমেছে। এতে বন্যা পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে। স্থিতিশীল আছে ঢাকার আশেপাশের নদীগুলোর পানি। তবে একই সঙ্গে দেশের অনেক এলাকায় বাড়ছে ভাঙ্গন।

ফেনীতে এখনও বন্যা পরিস্থিতি আগের মতোই। উজানের ঢল এখনও অব্যাহত। পরশুরামে বাঁধ ভেঙে আরও ৫টি গ্রাম প্লাবিত হয়েছে। মুহুরী নদীর পানি বইছে বিপৎসীমার অনেক ওপর দিয়ে। তলিয়ে গেছে ফুলগাজী-পরশুরাম আঞ্চলিক সড়ক।

প্লাবিত এলাকার মধ্যে সিরাজগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ, রাজবাড়ি, ফরিদপুর, মুন্সিগঞ্জ ও শরীয়তপুর জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে।

সর্বশেষ বন্যা পরিস্থিতির বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর জানায়, বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। স্বল্পমেয়াদী এ বন্যা মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হয়েছে। ইতোমধ্যে বন্যা কবলিত এলাকায় প্রয়োজনীয় সহায়তা দেয়া হয়েছে। 

চলতি মৌসুমে অগাস্টের শেষ দিকে উজানের ঢল ও ভারি বর্ষণে দেশের বিভিন্ন জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টির হয়। শনিবার থেকে পানি কমতে থাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে।

 

এবি/এসজে

০৭ সেপ্টেম্বর ২০২১, ০৭:২৬পিএম, ঢাকা-বাংলাদেশ।