• ঢাকা, বাংলাদেশ
  • শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
Beyond Borders: Navigating South Asian Security Prospective from Bangladesh

দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও বাংলাদেশ শীর্ষক বই লিখলেন এরিক মোর্শেদ

দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও বাংলাদেশ শীর্ষক বই লিখলেন এরিক মোর্শেদ

নিজস্ব প্রতিবেদক

দক্ষিণ এশিয়ার সামগ্রিক নিরাপত্তা, কূটনৈতিক সম্পর্ক, আন্তঃদেশীয় সম্পর্ক ও নিরাপত্তা বিষয়ে বই লিখেছেন এরিক মোর্শেদ। এবারের একুশে বইমেলায় বইটি প্রকাশ করেছে কলি প্রকাশনী।

বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, নেপাল, ভুটান, মালদ্বীপ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর জাতীয় নিরাপত্তার বিভিন্ন খুঁটিনাটি দিক বইটিতে বিশ্লেষণ করা হয়েছে। লেখক এরিক মোর্শেদ তার বইয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর আন্তঃযোগাযোগ ও পরস্পর সম্পর্ক নিয়েও বিভিন্ন গুরুত্বপূর্ণ কৌশল ও দিক তুলে ধরেছেন।

ওয়ার্ল্ড লিডারশিপ ফেডারেশন অ্যাওয়ার্ড অর্জনকারী এরিক মোরশেদ একাধারে গবেষক, লেখক, কূটনীতিক ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী। সিলেট ক্যাডেট কলেজের সাবেক এই ক্যাডেট কানাডার হাম্বার কলেজ থেকে ব্যবসায় প্রশাসনের ওপর স্নাতক ডিগ্রি লাভ করেছেন।

১৯৯৫ সালে কানাডার লেকহেড ইউনিভার্সিটি থেকে তিনি একই বিষয়ের ওপর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি ওয়ার্ল্ড পিস ইউনিভার্সিটি থেকে পাবলিক পলিসির ওপর ‘সম্মানসূচক পিএইচডি’ ডিগ্রি অর্জন করেন।

১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫৮পিএম, ঢাকা-বাংলাদেশ।