• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনায় ৫৬ জনের মৃত্যু, নারীর সংখ্যা দ্বিগুণ

করোনায় ৫৬ জনের মৃত্যু, নারীর সংখ্যা দ্বিগুণ

নিজস্ব প্রতিবেদক

দেশে করোনায় আক্রান্ত হয়ে একদিনে আরও ৫৬ জনের মৃত্যু হয়েছে। যা গত ১১ সপ্তাহের মধ্যে সবচেয়ে কম। এই ৫৬ জনের মধ্যে ৩৭ জনই নারী, বাকি ১৯ জন পুরুষ। অর্থাৎ পুরুষের চেয়ে নারীর মৃত্যু প্রায় দ্বিগুণ, যা বাংলাদেশে প্রথম। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ৬৩৯ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ১৯ হাজার ৮০৫ জন। দেশের ৭৯৯টি ল্যাবরেটরিতে ২৭ হাজার ২৩৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৯ দশমিক ৬৯ শতাংশ। এসময়ে সুস্থ হয়ে উঠেছেন পাঁচ হাজার ৫৬৭ জন। এ নিয়ে দেশে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৪ লাখ ৬০ হাজার ৭৫৪ জন।

 

এবি/এসজে

০৭ সেপ্টেম্বর ২০২১, ০৬:৫৩পিএম, ঢাকা-বাংলাদেশ।