সারাবেলার স্বত্বাধিকারীর বাবা আর নেই
সারাবেলার স্বত্বাধিকারী ব্যবসায়ী খন্দকার জুবায়ের আহমেদের বাবা খন্দকার জহিরুল হক (সফি) আর নেই। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার সকাল ৮ টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। সফি ভালুকা সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল কামরুজ্জামান তুহিনের শ্বশুর। তিনি ভালুকা পৌরসভার ৪ নং ওয়াডের (সাবেক বাড়ী ৪নং ধীতপুর ইউনিয়ন, রাইনদিয়া খন্দকার বাড়ি) বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে সফি ছেলে-সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবার সূত্র জানায়, মরহমের ১ম জানাজা বুধবার বাদ যোহর ভালুকা উপজেলা পরিষদ চত্বরে এবং ২য় জানাজা বাদ আছর নিজ বাড়ি সংলগ্ন রান্দিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
খন্দকার জহিরুল হকের (সফি) মৃত্যুতে শোক জানিয়েছেন দৈনিক আমরাই বাংলাদেশের সম্পাদক তাহজীব হাসান তালুকদার। শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।