ওবায়দুল কাদেরের বোনের মৃত্যুতে আবেদ মনসুরের শোক

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মেজ বোন ফেরদৌস আরা পাখি (৭০) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বুধবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মেজ বোনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভিনাইল ওয়ার্ল্ড গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবেদ মনসুর। এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন তিনি।
তিনি আবেদ মনসুর কনস্ট্রাকশনেরও স্বত্বাধিকারী।
বৃহস্পতিবার বেলা ১১টায় ফেনীর দাগনভুষ্ণা উপজেলার পূর্বদূর্গাপুর ইউনিয়নে গ্রামের বাড়িতে মরহুমা ফেরদৌস আরা পাখির জানাযা ও দাফন সম্পন্ন হবে।