• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

চুয়াডাঙ্গায় ভুট্টাচাষীদের মাথায় হাত!

চুয়াডাঙ্গায় ভুট্টাচাষীদের মাথায় হাত!

চুয়াডাঙ্গা প্রতিনিধি

ভুট্টা, ডাল, আম, পেয়ারা, লেবু, ড্রাগন ফলসহ চুয়াডাঙ্গায় নানা ধরণের চাষাবাদ হয়ে থাকে। প্রতি বছর জেলায় প্রচুর ভুট্টা চাষ হয়। ভুট্টার আবাদে চাষীদের আগ্রহ দিন দিন বাড়লেও এবছর ক্ষতির মুখে পড়েছেন কৃষক।

জেলার দামুড়হুদা উপজেলার জয়রামপুর এলাকার বিস্তীর্ণ ভুট্টার ক্ষেতে দেখা দিয়েছে অজানা সংক্রমণ। যে কারণে কয়েকশ একর জমির ভুট্টা গাছ মারা গেছে। এতে হতাশ কৃষক।

এ বিষয়ে জয়রামপুর এলাকার কুমারীদহ গ্রামের কৃষক ইলিয়াস হোসাইন বলেন, বেশ কিছুদিন আগে আমার জমিতে কয়েকটি ভুট্টা গাছ মারা যায়। আমরা সাধারণভাবে ধারণা করেছিলাম, গাছগুলো উইপোকার আক্রমণের শিকার। এভাবে আমার ক্ষেতের সব ভুট্টা গাছ ধীরে ধীরে মারা যায়। ভুট্টা জাত ‘হাসান ৫৫’, ‘মন্ডল’ ও ‘পাইনিয়ার-৩৩৫৫’ বীজের সব ক্ষেতের গাছ মারা গেছে।

কৃষক ইলিয়াস আরও বলেন, আমার গ্রামের ইমান আলীর দেড় বিঘা, আব্দুস সাত্তারে ১৫ কাঠা, মহাসিনের ১৫ কাঠা, আরিফুলে এক বিঘা, হাজীপাড়া গ্রামের মুক্তির এক বিঘা ও আতর আলীর ১৫ কাঠা জমিসহ অসংখ্য ক্ষেত্রের ভুট্টা গাছ মারা গেছে।

এ বিষয়ে ইউনিয়ন কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, এমন ঘটনা এর আগে কখনো ঘটেনি। সাধারণত এই সমস্যা হয়েছে ছত্রাক থেকে। ছত্রাকের আক্রমণে গাছের গোড়ার শিকড় নষ্ট হয়ে গেছে। জমিতে একই ফসল বারবার ফলানোর কারণে জমিতে ছত্রাকের পরিমাণ বেড়ে যায়। এসব বিষয়ে কৃষকদের সতর্ক থাকা উচিত।

১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৩০পিএম, ঢাকা-বাংলাদেশ।