• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

রাজধানীতে মোটরসাইকেল চুরির চাঞ্চল্যকর তথ্য দিল ডিবি, মূলহোতা গ্রেফতার

রাজধানীতে মোটরসাইকেল চুরির চাঞ্চল্যকর তথ্য দিল ডিবি, মূলহোতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে মোটরসাইকেল চুরির বড় একটি চক্রের সন্ধান পেয়েছে গোয়েন্দারা। চোর চক্রের মূলহোতা খালেক হাওলাদার ওরফে সাগর আহমেদকে গ্রেফতারও করা হয়েছে। একই সঙ্গে বিশেষ অভিযানে ৪০টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে ডিবি। পুলিশ বলছে, গত ১৫ বছরে শুধুমাত্র রাজধানী থেকেই এক হাজারের বেশি মোটরসাইকেল চুরি করেছে চক্রটি।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশিদ এসব তথ্য জানান।

পুলিশ কর্মকর্তা হারুন অর রশিদ জানান, চক্রটি সারাদেশেই মোটরসাইকেল চুরি করত। রাজধানী থেকেই গত ১৫ বছরে চোর চক্রটি প্রায় ১ হাজারের বেশি মোটরসাইকেল চুরি করেছে। চোর চক্রের মূলহোতা গ্রেফতার খালেক হাওলাদার ওরফে সাগর আহমেদ পুলিশের কাছে এ সংক্রান্ত স্বীকারোক্তি দিয়েছে।

ডিএমপির গোয়েন্দা বিভাগের এই কর্মকর্তা আরও জানান, ঢাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেলগুলো চাঁদপুরে নিয়ে যাওয়া হতো। সেখানে চোর চক্রের অন্যতম হোতা ফারুক হোসেন বাইকগুলো মডিফাই করত। পরে মোটরবাইকগুলো দেশের বিভিন্ন জেলায় বিক্রি করতো চক্রটি। পুলিশ বলছে, গ্রেফতার খালেকের বিরুদ্ধে রাজধানীতে ২৫টি বাইক চুরির মামলা রয়েছে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশিদ বলেন, চোর চক্রটি প্রথমে কোনো একটা বাড়িকে টার্গেট করে। তাদের একদল সার্বক্ষনিক নজরদারির মাধ্যমে টার্গেটকৃত বাড়ির গ্যারেজের তালা ভেঙে বাইক চুরি করে খালেকের কাছে নিয়ে যেতো। চোর চক্রটি মূলত তিনভাগে বিভক্ত হয়ে রাজধানীতে কাজ করে। একদল চুরির পর মোটরসাইকেলগুলো প্রথমে নিয়ে যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে। সেখানে বাইকে কিছু পরিবর্তন আনা হয়। এরপর সেখান থেকে আরেকটি গ্রুপ বাইক নিয়ে চাঁদপুরসহ অন্যান্য জেলায় নিয়ে যেতো বিক্রি করার জন্য। চোর চক্রের আরেক গ্রুপ নকল চাবি বানানোর কাজ করে থাকে। চক্রটি পুলিশের নজরদারির মধ্যে রয়েছে। গ্রেফতার অভিযান শুরু হয়েছে। কেউ আইনের হাত থেকে রেহায় পাবে না।

ডিবি কর্মকর্তা হারুন আরও বলেন, অভিযানে ৪০টি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। রাজধানীর বিভিন্ন থানায় মোটরসাইকেল চুরির ঘটনায় অনেক জিডি রয়েছে। পুলিশ চোর চক্রের সবাইকে গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে।

০২ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৩১পিএম, ঢাকা-বাংলাদেশ।