• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

সরাইলে ‘আব্দুল করিম মাস্টার আইডিয়াল একাডেমী’র যাত্রা শুরু

সরাইলে ‘আব্দুল করিম মাস্টার আইডিয়াল একাডেমী’র যাত্রা শুরু

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় আব্দুল করিম মাস্টার আইডিয়াল একাডেমী এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউটের যাত্রা শুরু হয়েছে। বিশিষ্ট সমাজসেবক রহমত আলীর সভাপতিত্বে ও উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক মো. জাবেদ মিয়া‘র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর।

রবিবার (৮ জানুয়ারি) দুপুর ১২ টায় উপজেলার সৈয়দটুলা (পশ্চিমপাড়া) উক্ত প্রতিষ্ঠানের মাঠে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়।

প্রতিষ্ঠানের কো-অডিনেটর ক্বারি জহিরুল ইসলামের কোরআন তেলোয়াতের মধ্যদিয়ে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল করিম মাস্টার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরাইল প্রেসক্লাবের সভাপতি আইয়ুব খান, সাংবাদিক এডি জালাল মিয়া, আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মাহফুজ আলী, সেচ্ছাসেবক লীগের যুগ্মআহবায়ক হোসেন মিয়া। আলিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আলী আজাহার নোমান, সহকারি শিক্ষক মো. এখসানুল করিমসহ শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্যরা।

এসময় বক্তারা বলেন, শিক্ষা জাতীর মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি হতে পারেনা। যে জাতি যত শিক্ষিত সে জাতি তত বেশী উন্নত। আব্দুল করিম মাস্টার অনেক পরিশ্রমী মানুষ। উনার কঠিন পরিশ্রমের ফল এই টেকনিক্যাল ইন্সটিটিউট এই এলাকাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।

০৮ জানুয়ারি ২০২৩, ০৫:১৩পিএম, ঢাকা-বাংলাদেশ।